আগরতলা, ৩০ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার রাজভবনের নাম পরিবর্তন করে এবার রাখা হচ্ছে ‘লোক ভবন’। সোমবার, ১ ডিসেম্বর থেকে এই নতুন নাম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। রাজভবন কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর নির্দেশে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের নোমেনক্লেচার সংক্রান্ত নির্দেশিকা অনুসারে রাজ্যের রাজভবনের নাম পরিবর্তন প্রয়োজন ছিল। সেই অনুযায়ী আগামীকাল থেকে সব সরকারি নথিপত্র, পত্র-ব্যবহার, দপ্তরীয় যোগাযোগ এবং সাইনেজে ‘রাজভবন’-এর পরিবর্তে ‘লোক ভবন’ নামটি ব্যবহৃত হবে।
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ‘রাজভবন’ নামটি রাজতান্ত্রিক ধারণা বহন করে। যা এক রাজ্যের অধিকার নির্দেশ করে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ভবনটি জনগণেরই সম্পত্তি। তাই নাম পরিবর্তন করে ‘লোক ভবন’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট সময়ে ভবন পরিদর্শন ও দাপ্তরিক বৈঠকের সুযোগও চালু করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।