আগরতলা, ২৯ নভেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া সংস্কারের জন্য দিল্লিতে প্রস্তাব পাঠালো বিএসএফের ফ্রন্টিয়ার। প্রায় দুই দশক আগে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে আন্তর্জাতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে তৈরি করা হয়েছিল এই কাঁটাতারের বেড়া। দীর্ঘ ২০ বছর বাদে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় এই কাঁটাতারের বেড়া নষ্ট হয়ে পড়েছে। ফলে ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে নজরদারি বিএসএফের কাছে দিনদিন কঠিন কঠিন হয়ে উঠছে। সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে কাঁটাতারের বেড়াগুলি সংস্কারের জন্য এবার রাজ্য থেকে প্রস্তাব পাঠানো হয়েছে দিল্লিতে।
বিএসএফ সূত্রে জানা গেছে , রাজ্যের মোট ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের মধ্যে অন্তত ৫৫০ কিলোমিটারে আধুনিক নকশার নতুন বেড়া নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর সুপারিশও করা হয়েছে। এতে সীমান্তের নিরাপত্তা দিল্লি থেকে সরাসরি ইলেকট্রনিক নজরদারির আওতায় আনা সম্ভব হবে।
বর্তমানে সিসিটিভি নজরদারি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে সীমান্ত রক্ষা করা হয়। নতুন প্রযুক্তি যুক্ত হলে নিরাপত্তা আরও মজবুত হবে।
তিনি আরও বলেন, বর্তমানে সীমান্তের শূন্যরেখার ওপারে বেড়ার বাইরে ভারতের ৪৯টি গ্রাম রয়েছে। এই গ্রামগুলিকে সীমান্ত বেড়ার ভেতরে স্থানান্তর করা গেলে বিএসএফ এর দায়িত্ব অনেক সহজ হবে।