আগরতলা, ২ ডিসেম্বর, ২০২৫ঃ
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলোকে বিমান যোগাযোগের আওতায় আনার গুরুত্ব ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের গঠিত বিশেষ টাস্ক টাস্ক ফোর্সের উচ্চ পর্যায়ের বৈঠকে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে এই প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, আসাম, মেঘালয় ও ত্রিপুরার শক্তিপীঠসহ এই অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে দেশের এবং বিদেশের পর্যটককে আকৃষ্ট করার জন্য এটি জরুরি।
বৈঠকে মুখ্যমন্ত্রী আরো বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে চিকিৎসা ও মেডিক্যাল টুরিজমের সুযোগ রয়েছে, যা পর্যটন শিল্পের সঙ্গে সংযুক্ত করে বিকাশ করা যেতে পারে। তিনি নর্থ ইস্ট টুরিজম ট্রেন এবং নর্থ ইস্ট টুরিজম অ্যাপ চালু করার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।
সভায় উল্লেখ করা হয় যে, হর্ণ বিল উৎসব, ইউনিটি প্রোমো ফেস্টের মতো স্থানীয় উৎসবগুলিও পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুখ্যমন্ত্রী এই সকল উদ্যোগকে পর্যটন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে মাইলস্টোন হিসেবে অভিহিত করেন।
সভায় ডোনার মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরেড সাংমা, সিকিমের পর্যটন মন্ত্রী টি টি ভূটিয়া, অরুণাচল প্রদেশের পর্যটন মন্ত্রী পি বি সোনা।