আগরতলা, ২ ডিসেম্বর, ২০২৫ঃ
তিপ্রাল্যান্ড রাজ্য গঠন ও ২০১৯ সালের ১২৫তম সংবিধান সংশোধনী বিলটি চলতি সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করার দাবিতে নতুন দিল্লির যন্ত্র-মন্তরে আগামী ১৫ ডিসেম্বর একদিনের গণধর্নার আয়োজন করবে ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট এবং ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা, আইপিএফটি। আইপিএফটি দলের পক্ষে এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয় যে, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আইপিএফটি পার্টির পক্ষ থেকে প্রায় ১০০ জন প্রতিনিধি ত্রিপুরা থেকে অংশ নেবে।
এই গণধর্নায় রাজ্যের উপজাতি জেলা পরিষদ এলাকাকে নিয়ে পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবি সহ এবং শীতকালীন অধিবেশনে ১২৫তম সংবিধান সংশোধনী বিলটি দ্রুত পাশের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি পাঠানোর হবে। আইপিএফটির প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম ৩ জন প্রতিনিধি পাঠানোর জন্য দলের সভাপতি ও সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে।
আইপিএফটি’র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানিয়েছেন, একদিনের এই গণধর্না কর্মসূচিতে শান্তিপূর্ণ ও সংবিধান সম্মতভাবে দলের দাবি তুলে ধরা হবে।