আগরতলা, ২ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, নতুন আরো ৮০ জন আজীবন সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, নিয়মিত অনুশীলন, পরিশ্রম, অধ্যাবসায়, দৃঢ়তা এবং শৃঙ্খলাপরায়ণ জীবনই সাফল্যের চাবিকাঠি। নতুন ৮০ জন সদস্যের যোগের সঙ্গে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৬ জন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে ফুটবল খেলার উন্নয়নের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সিন্থেটিক টার্ফ তৈরি, দিবা-রাত্রির খেলা, কোচিং সুবিধা, ইনসুরেন্স এবং উন্নত অবকাঠামো তৈরি করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ত্রিপুরার ক্রীড়া ক্ষেত্রে যুব সমাজের আগ্রহ এবং জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব হয়েছে সরকারের ক্রীড়া নীতি ও উদ্যোগের জন্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার এবং পেট্রন রতন সাহা। মুখ্যমন্ত্রী সকল নতুন আজীবন সদস্যকে স্মারক ও শংসাপত্র প্রদান করেন এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।