আগরতলা, ২ ডিসেম্বর, ২০২৫ঃ
কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড বাতিলসহ শ্রমিকস্বার্থ রক্ষার দাবিতে আগরতলায় বিক্ষোভ মিছিল করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠাল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। মঙ্গলবার দুপুরে কংগ্রেস ভবনের সামনে থেকে সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল শুরু করেন।
মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দফতরের কার্যালয়ের সামনে পৌঁছায়। সেখানে সংগঠনের নেতৃত্বরা দফতরের এক আধিকারিকের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে ৯ দফা দাবি-সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
সংগঠনের প্রধান দাবিগুলির মধ্যে ছিল শ্রম কোড বাতিল, শ্রমিকদের মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ন্যূনতম মজুরি বৃদ্ধি, অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য কল্যাণ প্রকল্প চালু করা এবং পেনশন ব্যবস্থার সম্প্রসারণ।
অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হবে এবং কর্মপরিবেশ আরও অনিশ্চিত হয়ে উঠবে। তাঁরা জানান, দাবি মানা না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।
মিছিলে বিপুল সংখ্যক শ্রমিক ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো রাজধানীজুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে।