আগরতলা, ৩ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেব বুধবার সংসদে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার আহ্বান জানান। সাংসদ এই দাবিটি রাজ্যসভার অধ্যক্ষ সন্ধ্যা রায়ের মাধ্যমে কেন্দ্রীয় অসামরিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।
বিপ্লব দেব বলেন, আগরতলা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারত ও দেশের অন্যান্য অঞ্চলের যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। বিমানবন্দর বর্তমানে ২০টি চেক-ইন কাউন্টার এবং বছরে প্রায় ৩০ লক্ষ যাত্রী সেবা দেওয়ার সক্ষমতা রাখে। দৈনিক প্রায় ১,০০০ অভ্যন্তরীণ এবং ২০০ আন্তর্জাতিক যাত্রী সেবা প্রদানের ক্ষমতা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক সংযোগের জন্য দ্রুত ইমিগ্রেশন চেক-পোস্ট চালু করা অত্যন্ত জরুরি। ত্রিপুরা সরকার ইতিমধ্যেই এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার জন্য ১৮.৮৫ কোটি টাকা প্রদান করেছে।
সাংসদের আশাবাদ, বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার ফলে রাজ্য এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন ও পর্যটন ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে।
বিমানবন্দরটি ২০২২ সালের ৪ জানুয়ারি নতুন আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন টার্মিনাল উদ্বোধন করেছিল, কিন্তু চার বছর পার হলেও এখনও আন্তর্জাতিক মর্যাদা পাননি।