আগরতলা, ৩ ডিসেম্বর, ২০২৫ঃ
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির লজিস্টিক্স ব্যয়, পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বায়কত্বে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়। বৈঠকটি কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন, ডোনার মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে ভার্চুয়ালি সম্পন্ন হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, পাহাড়ি ভূখণ্ড, জলবায়ুগত বিপর্যয়, শিলিগুড়ি করিডোরের ওপর অতিরিক্ত নির্ভরতা, প্রান্তিক এলাকায় সড়ক ও রেল সংযোগের ঘাটতি, সীমিত বিমান চলাচল ও জলপথের ব্যবহারহীনতা, এই সবই অঞ্চলের মূল প্রতিবন্ধকতা। তিনি জানান, এই সমস্যাগুলি সমাধানে সুসংহত, সব ঋতু উপযোগী মাল্টিমডেল যোগাযোগ ব্যবস্থা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমন্বয় অপরিহার্য।
মুখ্যমন্ত্রী আরও বলেন, সড়ক, রেল, বিমান, জলপথ এবং ডিজিটাল পরিকাঠামোর সমন্বিত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ প্রসার ও প্রকল্প বাস্তবায়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। তিনি আশাপ্রকাশ করেন, টাস্ক ফোর্সের আলোচিত মতামত ২০৪৭ সালের মধ্যে বিকশিত পূর্বোত্তর গঠনের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের জন্য মেক্রো গ্রেড, কমন ট্রেড করিডোর এবং পাওয়ার ট্রান্সমিশন করিডোর গড়ে তোলার পাশাপাশি অগ্রাধিকারের ক্ষেত্রগুলো চিহ্নিত করার গুরুত্বেও জোর দেন।