আগরতলা, ৩ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরা জেল পুলিশে গত চার বছর ধরে আটকে রয়েছে জেল ওয়ার্ডার নিয়োগ প্রক্রিয়া। এই দীর্ঘসূত্রিতার প্রতিবাদে বুধবার খালি থালা হাতে নিয়ে বিক্ষোভ দেখাল চাকরি প্রত্যাশীরা। হাতে ভাতের থালা, এই প্রতীকী ভিক্ষার মাধ্যমে নিজেদের হতাশা ও দুঃখের বহিঃপ্রকাশ ঘটালেন ২০২২ সালের জেল ওয়ার্ডার নিয়োগপ্রার্থীরা। ২০২২ সালে কারা দপ্তরে ইন্টারভিউ দেওয়া এবং ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়া ২৪৯ জন প্রার্থী বুধবার ফের কারা দফতরে অধিকর্তা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত চার বছর ধরে সরকার কেবল ‘আজ-কাল’ বলে আশ্বাস দিয়ে আসছে, কিন্তু লিখিত পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে উদ্যোগ নিচ্ছে না। লিখিত পরীক্ষার তারিখ অবিলম্বে ঘোষণা করতে এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দাবি করছে নিয়োগপ্রার্থীরা। দীর্ঘদিন ধরে বেকারত্বে ভুগছেন জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
চাকরি প্রার্থীদের স্পষ্ট বক্তব্য, ২০২২ থেকে অপেক্ষা করতে করতে জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে প্রশাসনিক বিলম্ব। চাকরি প্রত্যাশীদের আবেদন, “আমাদের নিয়ে আর খেলবেন না, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করুন”। এই একই নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে এর আগেও বেশ কয়েকবার আন্দোলন করেছেন এই ২৪৯ জন চাকরি প্রত্যাশীরা।