উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ত্রিপুরার এক ছাত্রের মৃত্যু
আগরতলা, ৪ ডিসেম্বর, ২০২৫ঃ
উত্তরপ্রদেশের আমরোহায় দিল্লি লখনৌ জাতীয় সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ ডাক্তারি পড়ুয়া। নিহত এক ছাত্র ত্রিপুরার বাসিন্দা বলে পরিচয় জানা গেছে। নিহত ছাত্রদের আধার কার্ড দেখে তাদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
বুধবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ রাজবপুরের আত্রাসি এলাকার কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁদের গাড়ি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ ছাত্রের মৃত্যু হয়।
জানা গেছে, চারজনই মেডিকেল কলেজের ছাত্র এবং তারা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে সজোরে ধাক্কা লাগে।
নিহতদের মধ্যে দু’জন বাঙালি ছাত্র। তাঁদের মধ্যে সপ্তর্ষি দাস, ত্রিপুরার বাসিন্দা এবং অন্যজন অর্ণব চক্রবর্তী, কলকাতার বাসিন্দা।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। গাড়িটি হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া কারণ খোঁজ করা হচ্ছে।