আগরতলা, ৪ ডিসেম্বর, ২০২৫ঃ
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দেশপ্রেম অত্যন্ত জরুরি এবং এনসিসি ছাত্রছাত্রীদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে বড় ভূমিকা পালন করে।ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিতে বৃহস্পতিবার ত্রিপুরা এনসিসি ফেস্ট ২০২৫-এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এনসিসি শুধুমাত্র একটি কোর্স নয়, এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও সমাজসেবায় উদ্বুদ্ধ করে। তিনি আরও জানান, দেশ গঠনের শিক্ষা ছাত্রজীবন থেকেই গ্রহণ করলে ভবিষ্যতে দেশের যে কোনও কাজে তারা নেতৃত্ব দিতে সক্ষম হবে।
যেকোনো শিক্ষায় বা কাজে একাগ্রতা ও পরিশ্রমের বিকল্প নেই, বলে এই দিন ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বাচ্চাদের মুখ্যমন্ত্রী। এনসিসি ক্যাডাররা শৃঙ্খলা, সত্যবাদিতা এবং নৈতিকতার মূল্য সহজে উপলব্ধি করতে পারে বলেও তিনি মত প্রকাশ করেন।
তিনি জানান, অতীতের তুলনায় বর্তমানে এনসিসি-র ছাত্রছাত্রীদের জন্য সরকারি সহায়তা বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার সুযোগ খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশাত্মবোধ জাগরণের বার্তা উল্লেখ করে তিনি বলেন, আজকের যুবসমাজ সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে এগিয়ে আসছে।