আগরতলা, ৫ ডিসেম্বর ২০২৫ঃ
সারা দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যেও বিনা নোটিশে একাধিক বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে একই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা যায়। জানা গেছে, সেদিন ইন্ডিগো তাদের মোট আটটি ফ্লাইট বাতিল করেছে।
শুধু ত্রিপুরা নয়, গোটা দেশে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের কারণে হাজার হাজার যাত্রী বিপাকে পড়েন। দেশজুড়ে প্রায় ১,৫৫০টি ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এদিন আগরতলা বিমানবন্দরে সকাল থেকেই বাতিল ফ্লাইটের তালিকা প্রকাশ করা হয় এবং যাত্রীদের পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
হঠাৎ সিদ্ধান্তে বাতিল হওয়া ফ্লাইটের পর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হন বহু যাত্রী। দীর্ঘ অপেক্ষা, ফেরত টিকিটের ঝামেলায় ক্ষোভও বাড়ছে যাত্রী মহলে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
এদিকে, ইন্ডিগো কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেছে। সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিয়মিত জানানো হচ্ছে এবং ভ্রমণের আগে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।