আগরতলা, ৫ ডিসেম্বর ২০২৫ঃ
৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা শুরু হবে আগামী ২৯ জানুয়ারি, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ১৫ দিনব্যাপী এই মেলা, চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমার সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত এক প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, এ বছর মেলায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার স্টল থাকছে, পাশাপাশি থিম প্যাভিলিয়ন, ফুড কোর্ট ও নানা বিষয়ে সেমিনারেরও আয়োজন করা হবে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে, যা মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।
মন্ত্রী সান্ত্বনা চাকমা মেলাকে সফল করতে সকলে দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানান এবং এটিকে আরও আকর্ষণীয় ও নতুনত্বময় করে তুলতে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, জেলাশাসক ডা. বিশাল কুমারসহ বিভিন্ন দপ্তরের পদস্থ আধিকারিকরা। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে পরিচালন কমিটি, কার্যকরী কমিটি ও একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।