আগরতলা, ৬ ডিসেম্বর, ২০২৫ঃ
দেশজুড়ে ইন্ডিগো বিমান পরিষেবার ব্যাহত পরিস্থিতিতে আগরতলা বিমানবন্দরে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। একটানা কয়েকদিন ধরে বিমান চলাচল স্বাভাবিক না থাকায় যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শনিবার আগরতলাগামী ও আগরতলা থেকে ছাড়ার মোট দশটি বিমান বাতিল হওয়ার পর রবিবারও বাতিলের তালিকায় যুক্ত হয়েছে আরও নয়টি উড়ান।
রবিবার বাতিল হওয়া বিমান গুলির মধ্যে রয়েছে আগরতলা থেকে কলকাতা ৬ই ৬৯৫৬, ৬ই ৪১৯, ৬ই ৬৭০৫, ৬ই ৯৬১ এবং ৬ই ৬১৭২, আগরতলা থেকে দিল্লি ৬ই ৬৮২৫, আগরতলা থেকে গৌহাটি ৬ই ৬০৫৩, আগরতলা থেকে ব্যাঙ্গালোর ৬ই ৫২৫ এবং আগরতলা থেকে ইম্পল ৬ই ৫২৪।
বিমান বাতিলের সম্পর্কে যাত্রীদের কাছে ফোন ও মেসেজের মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে বলে, দাবি করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে মৌলিক সুবিধা গুলি প্রয়োজনীয় ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। যদিও তাতে যাত্রীদের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এমবিবি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের তাদের নিজ নিজ বিমান সংস্থার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।
পাশাপাশি ইন্ডিগোর বিমান বাতিলের পর আগরতলার এমবিবি বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সমস্ত সংস্থা যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করেছে এবং আটকে পড়া যাত্রীদের অসুবিধা কমাতে সহায়তা করেছে বলেও দাবি করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।