আগরতলা, ৭ ডিসেম্বর, ২০২৫ঃ
ইন্ডিগোর উড়ান বিভ্রাটে দেশের বিভিন্ন রুটে বাড়তে থাকা যাত্রী চাপ সামাল দিতে আগরতলা–তেজস রাজধানী এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর–পূর্বাঞ্চল সীমান্ত রেল। দূরপাল্লার এই ট্রেনে দুই দিকেই একদিন করে মোট দুদিনের জন্য একটি করে এসি থ্রি টায়ার কোচ বাড়তি সংযোজন করা হবে।
ভারতীয় রেলের পক্ষ থেকেও পরিস্থিতি মোকাবিলায় ঘোষণা করা হয়েছে বিশেষ এক্সপ্রেস ট্রেন চালুর। পাশাপাশি চলতি বেশ কিছু ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ৮ ও ১২ ডিসেম্বর আগরতলা থেকে নয়াদিল্লীর আনন্দবিহার টার্মিনাসগামী ২০৫০২ এবং আনন্দবিহার থেকে আগরতলাগামী ২০৫০১ তেজস রাজধানী এক্সপ্রেসে এই অতিরিক্ত কোচ থাকবে।
এদিকে, ইন্ডিগোর পরিষেবা বিপর্যস্ত হওয়ায় যাত্রীদের ভিড় বিমানবন্দর থেকে রেলস্টেশনে বাড়ছে দ্রুত। সুযোগ বুঝে অন্যান্য বিমান সংস্থাগুলি ভাড়া বাড়িয়ে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অনেক রুটে ভাড়া লক্ষ টাকা ছুঁয়েছে, ফলে সাধারণ যাত্রী আরও বেশি রেলের দিকে ঝুঁকছেন। পরিস্থিতি বিবেচনায় রেল মন্ত্রক অতিরিক্ত ৮৪টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে। রেলের আশা, এই ব্যবস্থা যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমাবে।