আগরতলা, ৯ ডিসেম্বর, ২০২৫ঃ
ত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রথমবার ২০২৫ সালে অভিযোগের সংখ্যা ১৩৯-এ পৌঁছেছে, যা বিগত দশ বছরের মধ্যে সর্বোচ্চ। ত্রিপুরা মানবাধিকার কমিশনের রেকর্ড অনুযায়ী ২০১৬ থেকে ২০২৫ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত মোট ৫১৩টি অভিযোগ জমা পড়েছে।
তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মাত্র ১৭টি অভিযোগ জমা পড়লেও ২০১৭ সালে তা ২১, ২০১৮ সালে ১৬, ২০১৯ সালে ২৩, ২০২০ সালে ১৭, ২০২১ সালে ২৯, ২০২২ সালে ৫৮, ২০২৩ সালে ৯৪ ও ২০২৪ সালে ৯৯-এ পৌঁছায়। বর্তমানে ২০২৫ সালে এ সংখ্যা ১৩৯-এ দাঁড়িয়েছে, যা রাজ্যে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ধারাবাহিক বৃদ্ধিকে স্পষ্ট প্রতিফলিত করছে।
অন্যদিকে কমিশনের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৬ সালে যেখানে মাত্র ৮টি মামলা কমিশন নিজ থেকে গ্রহণ করেছিল, সেটি ২০১৭ সালে দাঁড়ায় ২৮-এ এবং ২০১৮ সালে ৪২-এ। এরপর ২০১৯ সালে ৯, ২০২০ সালে ১৫, ২০২২ সালে ১৬, ২০২৩ সালে ১০, ২০২৪ সালে ২৯ এবং চলতি বছরে ১৮টি মামলা কমিশন তদন্তে নিয়েছে। গত এক দশকে স্বতঃপ্রণোদিত মামলার মোট সংখ্যা হয়েছে ১৬৭।
সব মিলিয়ে গত ১০ বছরে কমিশনে নথিভুক্ত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০-এ। এর মধ্যে এখনও বিচারাধীন রয়েছে ১১০টি মামলা। ইতোমধ্যে ৬২টি মামলায় কমিশন ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করেছে এবং মোট ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৩৩০৯ টাকা।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের এই ধারাবাহিক বৃদ্ধি রাজ্যের নাগরিক সমাজে উদ্বেগ সৃষ্টি করেছে।