আগরতলা, ৯ ডিসেম্বর ২০২৫ঃ
ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মঙ্গলবার গোমতী জেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রাম সফর করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি করবুক মহকুমার জলেয়া ভিলেজ পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা ও আয়ুষ্মান কার্ডসহ বিভিন্ন সুবিধা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে তিনি এলাকায় কোল্ড স্টোরেজ স্থাপনের পরামর্শ দেন এবং শিক্ষা দপ্তরকে একলব্য ও নবোদয় বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তির হার বৃদ্ধির নির্দেশ দেন। রাজ্যপাল ও তাঁর পত্নী এন. রেণুকা স্থানীয়দের মধ্যে পি.আর.টি.সি., বিবাহ সার্টিফিকেট, সার্ভাইভেল সার্টিফিকেট, পি.ভি.সি. রেশন কার্ড, উচ্চফলনশীল বীজসহ বিভিন্ন নথি ও সামগ্রী বিতরণ করেন এবং স্বসহায়ক দলগুলিকে মোট ১২ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে তিনি শিলাছড়া স্থিত বিএসএফ ক্যাম্পে জওয়ানদের সঙ্গে আলোচনা করেন, শুকনাছরা মহাবৌধি ইংলিশ মিডিয়াম স্কুল ও রূপাইছড়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষকদের ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শেষ পর্যায়ে দক্ষিণ ত্রিপুরার লুধুয়া চা প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন। এই সফরে বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, জেলাশাসকসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।