আগরতলা, ২৯ মার্চ ২০২৫ঃ
আসাম রাইফেলসের আয়োজিত দ্বিতীয় নারী সেনটিনেলস কাপ ফুটবল টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছে ত্রিপুরা। ১৬ থেকে ২৫ মার্চ লোকরায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ২৭ মার্চ লাইটকোরে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে ডিরেক্টর জেনারেল আসাম রাইফেলস দলের বিরুদ্ধে ৬-০ গোলে পরাজিত হয় ত্রিপুরা দল। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনিতপুরের জেলা কমিশনার, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উত্তর-পূর্ব সাত রাজ্যের দল এবং ডিজিএআর নারী ফুটবল দলসহ বিভিন্ন দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। নকআউট পর্বটি ৩০ আসাম রাইফেলসের তত্ত্বাবধানে লোকরায় অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ফুটবল খেলা নয়, প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা সশস্ত্র বাহিনী সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা লাভ করেন, অনুপ্রেরণামূলক আলোচনা শোনেন এবং নারী ও যুব শক্তিবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, ফিটনেস এবং ক্রীড়া সংস্কৃতি প্রচারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
সেনটিনেলস কাপ আসাম রাইফেলসের বার্ষিক নারী ফুটবল টুর্নামেন্ট, যা উত্তর-পূর্ব অঞ্চলে নারী ফুটবলকে উন্নীত ও উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়।