আগরতলা, ২৯ মার্চ ২০২৫: ত্রিপুরায় আগামী তিন দিনের জন্য তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া আশঙ্কায় রাজ্যজুড়ে হলুদ সর্তকতা জারি করেছে আগরতলা আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে আংশিক মেঘলা আকাশ, প্রবল রোদ এবং পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের ফলে রাজ্যে তাপমাত্রা বাড়ছে। ফলে, কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে এবং কয়েকটি জেলায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, কিছু জেলায় বায়ুমণ্ডলীয় আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরম আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তাই, আবহাওয়া দপ্তর নাগরিকদের দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে রোদে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তাছাড়া প্রচুর পরিমাণ জল পান করতে এবং গরম আবহাওয়া থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পরামর্শ দিয়েছে। আবহাওয়া দপ্তর সকলকে সতর্ক থাকার ও গরমের এই প্রভাব থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে।