আগরতলা, ৯ ডিসেম্বর, ২০২৫ঃ
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। সোমবার সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন অনুষ্ঠানে মোট ১৪টি প্রকল্পের উদ্বোধন এবং ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে
মুখ্যমন্ত্রী জানান, ‘মিশন সংকল্প’ অভিযানের ফলে সিপাহীজলা জেলায় বাল্যবিবাহ ও কিশোরীদের অকাল মাতৃত্বের মতো সমস্যা কমছে। বহুদিন অবহেলিত এই জেলার উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। তিনি জানান, ‘আমার সরকার’ প্রকল্পের মাধ্যমে জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। এ কর্মসূচি ইতোমধ্যে অন্য রাজ্যকেও অনুপ্রাণিত করছে। জি.এস.ডি.পি-তে উত্তর-পূর্বে ত্রিপুরার দ্বিতীয় অবস্থান, পঞ্চায়েত দপ্তরের ৭টি জাতীয় পুরস্কার অর্জন এবং নীতি আয়োগের সূচকে রাজ্যের অগ্রগতি এই উন্নয়নের প্রমাণ বলে তিনি দাবি করেন।
নারী ক্ষমতায়নের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৪ লক্ষ ৭৬ হাজার মহিলা মিলে ৫৪ হাজারেরও বেশি মহিলা স্বসহায়ক দল গঠন করেছে। রাজ্যে “লাখপতি দিদি” হয়েছেন ১ লক্ষ ৮ হাজার।