আগরতলা, ২৯ মার্চ, ২০২৫ঃ
সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ আইন কার্যকর না হওয়া, ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সদর জেলা মহিলা কংগ্রেস শনিবার আগরতলা আস্তাবল স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ করে। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী বলেন, “প্রতিনিয়তই দেশ ও রাজ্যে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিজেপি শাসনে মহিলারা কোনোভাবেই সুরক্ষিত নন। অবিলম্বে যদি ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ আইন কার্যকর না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে মহিলা কংগ্রেস।” তিনি সর্বস্তরের মহিলাদের একত্রিত হয়ে অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রদীপ চক্রবর্তী বলেন, “বর্তমান বিজেপি শাসনে রাজ্যের মহিলাদের আর্থিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। একদিকে সরকার ‘লাখপতি দিদি’র স্লোগান দিচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ঋণের দায়ে রাজ্যের মহিলারা জর্জরিত হয়ে পড়ছেন।” এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মহিলা কংগ্রেস নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দেন এবং মহিলাদের অধিকার ও সুরক্ষার দাবি তোলেন।সংরক্ষণের দাবিতে ত্রিপুরায় মহিলা কংগ্রেসের বিক্ষোভ
আগরতলা, ২৯ মার্চ, ২০২৫ঃ
সর্ব ভারতীয় মহিলা কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ আইন কার্যকর না হওয়া, ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সদর জেলা মহিলা কংগ্রেস শনিবার আগরতলা আস্তাবল স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ করে। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী বলেন, “প্রতিনিয়তই দেশ ও রাজ্যে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিজেপি শাসনে মহিলারা কোনোভাবেই সুরক্ষিত নন। অবিলম্বে যদি ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ আইন কার্যকর না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবে মহিলা কংগ্রেস।” তিনি সর্বস্তরের মহিলাদের একত্রিত হয়ে অধিকারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রদীপ চক্রবর্তী বলেন, “বর্তমান বিজেপি শাসনে রাজ্যের মহিলাদের আর্থিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। একদিকে সরকার ‘লাখপতি দিদি’র স্লোগান দিচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে বিভিন্ন ঋণের দায়ে রাজ্যের মহিলারা জর্জরিত হয়ে পড়ছেন।” এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মহিলা কংগ্রেস নেতৃবৃন্দ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দেন এবং মহিলাদের অধিকার ও সুরক্ষার দাবি তোলেন।