আগরতলা, ২ এপ্রিল, ২০২৫ঃ
ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব। এই উৎসবটি ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। ৯ এপ্রিল মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৩টি যাত্রা দল অংশগ্রহণ করবে। তবে চৈত্র সংক্রান্তি ও ১লা বৈশাখ উপলক্ষে ১৪ ও ১৫ এপ্রিল যাত্রাপালা অনুষ্ঠিত হবে না। রাজ্যভিত্তিক যাত্রা উৎসব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩০ মার্চ ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রাণী দাস সেন, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ অধিকর্তা রিপন চাকমা, সাংবাদিক সমর চক্রবর্তীসহ অন্যান্যরা। সভায় যাত্রা উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান অনুযায়ী, ৯ এপ্রিল ধর্মনগর যাত্রামঞ্চে পরিবেশিত হবে ‘মা মাটি মানুষ’ যাত্রাপালা, ১০ এপ্রিল কমলপুরের কালিমাতা নাট্যসংস্থার পরিবেশনা ‘লালন ফকির’, ১১ এপ্রিল আগরতলা নীলকণ্ঠ সোসিয়েল এন্ড কালচারাল অর্গানাইজেশনের পরিবেশনা ‘বেহুলা লক্ষীন্দর’, ১২ এপ্রিল ধর্মনগরের নবোদয় নাট্যসংস্থার পরিবেশনা ‘গঙ্গা পুত্র ভীষ্ম’, ১৩ এপ্রিল আগরতলার পঞ্চজন্য নাট্যসংস্থার যাত্রাপালা ‘নটী বিনোদীনি’, ১৬ এপ্রিল কল্যাণপুর খোয়াই জেলার মনমোহন ঘোষ স্মৃতি সংঘের যাত্রাপালা ‘কলঙ্ক ভজন’, ১৭ এপ্রিল ঊনকোটি জেলার সায়দাপাড়ের শিবশক্তি নাট্য সংস্থার ‘বেদীনির প্রেম’, ১৮ এপ্রিল ধর্মনগরের কালিকা নাট্য সংস্থার ‘সন্তান হারা মা’, ১৯ এপ্রিল দক্ষিণ জেলার জোলাইবাড়ির ত্রিপুরেশ্বরী অ্যামেচার যাত্রা পার্টির ‘ভক্ত ও ভগবান’, ২০ এপ্রিল পশ্চিম ত্রিপুরা জেলার আনন্দনগরের আনন্দলোক নাট্য অপেরার যাত্রাপালা ‘গঙ্গা পুত্র ভীষ্ম’, ২১ এপ্রিল অমরপুরের চরবাক ওয়েলফেয়ার সোসাইটির যাত্রাপালা ‘জীবন নদীর তীরে’, ২২ এপ্রিল আগরতলার পিপলস থিয়েটারের যাত্রা পালা ‘জয় বাবা তারকনাথ’ এবং ২৩ এপ্রিল ধর্মনগরের তিলথৈ এর নিউ কল্যাণ অপেরার যাত্রাপালা ‘সিঁদুর দিয়ে কিনলাম’।