আগরতলা, ৩ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি ও জিবিপি হাসপাতালের চাপ কমাতে শহরে আরেকটি নতুন সিভিক হাসপাতাল চালু করতে চলছে আগরতলা পুরো পরিষদ। বৃহস্পতিবার আগরতলায় নতুন সিভিল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার পুরনো মিউনিসিপালিটি অফিসের বহুতল ভবনে এ প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, “বর্তমান রাজ্য সরকার অত্যন্ত সংবেদনশীল এবং ভালো কিছু করার জন্য সরকার সচেষ্ট।” তিনি আরও জানান, “আগরতলা সিভিল হাসপাতালকে শহুরে কমিউনিটি হেল্থ সেন্টার হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং এটি ৫০ শয্যা বিশিষ্ট হবে।” তিনি উল্লেখ করেন, আগরতলা সিভিল হাসপাতাল চালু হলে এজিএমসি জিবি এবং আইজিএম হাসপাতালের উপর রোগীদের চাপ কমবে। এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য ও চিকিৎসা খাতে উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে ডেন্টাল কলেজ স্থাপন, মহকুমা হাসপাতাল নির্মাণ এবং নতুন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজও চলছে।