আগরতলা, ৪ এপ্রিল, ২০২৫:
“মেলা মানে বিভিন্ন অংশের মানুষের মিলন, এবং এই ধরনের ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে রাজ্যের ঐক্য ও সংস্কৃতি বিকশিত হয়।” শুক্রবার মোহনপুর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ব্রহ্মকুন্ড মেলা কমিটির আয়োজিত ৩ দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা ও প্রদর্শনীর উদ্বোধন একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের মেলাগুলির শ্রীবৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধর্মীয় স্থানগুলির সৌন্দর্য বাড়ানো ছাড়াও, এসব স্থান পর্যটন শিল্পের বিকাশে সহায়ক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায়, ত্রিপুরায়ও বিভিন্ন ধর্মীয় স্থানগুলির উন্নয়ন বিশেষ গুরুত্ব পাবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “যেসমস্ত এলাকায় মেলার আয়োজন করা হয়, সেই সমস্ত এলাকার উন্নয়নেও রাজ্য সরকার বিশেষ মনোযোগ দিয়েছে।” তিনি একত্রে কাজ করার মাধ্যমে “ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা” গড়ার উপর গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে মেলা উপভোগ করার আহ্বান জানান। তিনি জানান, ব্রহ্মকুন্ড মেলা একটি ঐতিহ্যবাহী মেলা এবং এর উন্নয়নের জন্য ১৪ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার কাজ চলতি অর্থবছরেই শুরু হবে।