আগরতলা, ৬ মার্চ, ২০২৫ঃ
সিপিএমের পলিটব্যুরোতে স্থান পেলেন ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বাদ পড়েছেন প্রাক্তন পলিটব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার শেষ হলো ২৪ তম সম্মেলন। এই সম্মেলন থেকে সিপিএমের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হলেন মরিয়ম আলেকজান্ডার বেবি। সিপিআইএমের ২৪ তম পার্টি কংগ্রেসে ৮৫ সদস্যের একটি নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। পাশাপাশি ১৮ সদস্যের একটি পলিটব্যুরো গঠন করা হয়েছে। নতুন পলিটব্যুরোতে ত্রিপুরা থেকে স্থান পেয়েছেন জিতেন চৌধুরী। জিতেন চৌধুরী উত্তর পূর্বাঞ্চল থেকে সিপিআইএমের প্রথম উপজাতি সদস্য হিসেবে পলিটব্যুরোতে নির্বাচিত হন। এছাড়া, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে যোগ দিয়েছেন মানিক সরকার। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন রমা দাস, অঘোর দেববর্মা, তপন চক্রবর্তী এবং নারায়ণ কর। নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন কৃষ্ণা রক্ষিত, মানিক দে, রতন ভৌমিক এবং নরেশ জমাতিয়া। এছাড়া, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে ২০ শতাংশ মহিলা সদস্য রয়েছেন।