আগরতলা, ১১ মার্চ, ২০২৫ঃ
ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য। জাতীয় ভূমিকম্প কেন্দ্র, এনসিএস সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টা ২৩ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.০ ম্যাগনিচিউড। ভূমিকম্পের উৎসস্থল ছিল প্রতিবেশী বাংলাদেশে, সিলেট জেলার নিকটবর্তী এলাকা ইশানপুর। স্থানাঙ্ক অনুযায়ী, কেন্দ্রস্থল ছিল ২৪.০৫° উত্তর অক্ষাংশ এবং ৯১.৩৭° পূর্ব দ্রাঘিমাংশে, যা আগরতলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। কম্পনের জেরে ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হঠাৎ এই ভূমিকম্পে অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় চলে আসেন। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কম্পন দীর্ঘক্ষণ না থাকলেও তা যথেষ্ট অনুভূত হয় এবং মুহূর্তের মধ্যে চারপাশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়। এখনো পর্যন্ত কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর না থাকলেও, ভূমিকম্পের পর মানুষের মধ্যে সতর্কতা ও উদ্বেগের পরিবেশ দেখা যাচ্ছে।