আগরতলা, ১৮ এপ্রিল, ২০২৫
জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করতে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট দপ্তর ও নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। শুক্রবার জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় তিনি বলেন, এনএইচ-৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়ক রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চম্পকনগর থেকে খয়েরপুর পর্যন্ত অংশের সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। মন্ত্রী জানান, রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনগণের সুবিধার্থে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। এজন্য তিনি নির্মাণকারী সংস্থাকে রাজ্য প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করতে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করার আহ্বান জানান। সভায় পরিবহণ মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর, ডিসি জন্মেজয় চাকমা, পার্থ সাহা, সমাজসেবী রঞ্জিত রায় চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিক, জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, যেসব সমস্যা রয়েছে, সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করে সমাধান করতে হবে, যাতে কাজের গতি বিঘ্নিত না হয়।