আগরতলা, ১৯ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরার পর্যটনকে নতুন মাত্রা দিতে রাজ্য সরকার অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যে সামুদ্রিক বিমান সি প্লেন পরিষেবা চালুর লক্ষ্যে যৌথভাবে বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবহন ও পর্যটন দপ্তর। এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার রাজ্য সচিবালয়ের কনফারেন্স হলে রাজ্যের পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যে সি-প্লেন পরিচালনার বিষয়ে একটি বেসরকারি বিমান সংস্থার সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এই পরিষেবার মাধ্যমে দেশ বিদেশের পর্যটকরা দ্রুত এবং সহজে নারিকেল কুঞ্জ, ছবিমুড়া সহ রাজ্যের বিভিন্ন জলজ পর্যটনকেন্দ্রে পৌঁছাতে পারবেন। সি প্লেন পর্যটন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি। রাজ্যের বিস্তীর্ণ জলজ অঞ্চলে এই পরিষেবা চালু হলে তা যেমন পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা সৃষ্টি করবে, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এই বৈঠকে রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সি-প্লেন পরিষেবা দ্রুত চালুর জন্য সম্ভাব্য পরিকাঠামো, নিরাপত্তা এবং পরিবেশগত বিষয় নিয়ে বিশদে আলোচনা হয়। এই উদ্যোগ সফল হলে ত্রিপুরার পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।