আগরতলা, ১৯ এপ্রিল, ২০২৫ঃ
সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও সংশোধিত ওয়াকফ আইন নিয়ে রাজনৈতিক তাপমাত্রা চরমে। এই আবহে শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় সংখ্যালঘু ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ সংখ্যালঘু ডিপার্টমেন্টের শীর্ষস্থানীয় নেতারা ও রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকের কর্মী-সমর্থকরা। বৈঠকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানান কংগ্রেস সভাপতি। তিনি দলীয় সংখ্যালঘু ডিপার্টমেন্টের নেতা ও কর্মীদের অহিংস আন্দোলনের মাধ্যমে এই আইন প্রত্যাহারের জন্য দেশজুড়ে তৈরি হওয়া জনমতকে আরও জোরদার করার ডাক দেন। সুদীপ রায় বর্মন এদিন বলেন, “ধর্মের নামে হানাহানি নয়, সংবিধান রক্ষার লড়াইতে আমাদের শামিল হতে হবে।” তিনি দলীয় কর্মীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আন্দোলনে সামিল হওয়ার পরামর্শ দেন। সংশোধিত ওয়াকফ বিল ইতিমধ্যেই সংসদের দুই কক্ষ এবং রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনে পরিণত হয়েছে। বর্তমানে এই আইন সুপ্রিম কোর্টের বিচারাধীন। এই পরিস্থিতিতে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল দেশজুড়ে প্রতিবাদে সরব হয়েছে। এদিনের বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল সংখ্যালঘু ডিপার্টমেন্টকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলা। সভাপতির তরফে যোগ্য নেতৃত্বের উদ্ভব এবং সংগঠনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।