আগরতলা, ২০ এপ্রিল, ২০২৫ঃ
“বহু মুসলিম দেশে ওয়াকফ ও তিন তালাক প্রথা নেই, অথচ এইসব আবর্জনা ভারতেই ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে”। রবিবার ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত একটি আলোচনা সভায় এই মন্তব্য করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিশ্বের বহু দেশে ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন প্রথা চালু রয়েছে এবং সেইসব দেশগুলোর দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। তাঁর মতে, এই ব্যবস্থা কার্যকর হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কাঠামো আরও মজবুত হবে।
সাথে সাথে তিনি ওয়াকফ ও তিন তালাক প্রসঙ্গ টেনে এনে বলেন, “বহু মুসলিম দেশেও এই প্রথাগুলো নেই। অথচ ভারতেই রাজনৈতিক স্বার্থে এইসব আরোপিত হয়েছে। এখন সময় এসেছে এসব পর্যালোচনার।”
সভায় মুখ্যমন্ত্রী ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় স্বাক্ষর আইনের পরিবর্তন নিয়ে আলোচনাও করেন। তিনি জানান, কেন্দ্রের প্রবর্তিত এই নতুন আইনসমূহ সময়োপযোগী ও সাধারণ মানুষের জন্য কার্যকর হবে বলে তাঁর আশা।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “এক দেশ এক নির্বাচন এবং সংশোধিত ওয়াকফ আইন— দুটোই সময়ের দাবি। সরকারের দায়িত্ব এই পরিবর্তনগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনে স্বস্তি আনা।”
সারা দেশ জুড়েই আলোচনা সভা সহ বিভিন্নভাবে বিজেপি রাজ্য নেতৃত্ব ‘এক দেশ এক নির্বাচন’-এর পক্ষে জনমত তৈরি করতে উদ্যোগ নিয়েছে।