আগরতলা, ২০ এপ্রিল, ২০২৫ঃ
চেন্নাইয়ে ঘটে যাওয়া একটি স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশালগড়ের স্বর্ণ ব্যবসায়ী সত্যরঞ্জন কর্মকারকে গ্রেফতার করল চেন্নাই পুলিশ। রবিবার রাতে বিশালগড় থানার সহযোগিতায় তাঁকে গ্রেফতার করে চেন্নাই পুলিশের একটি বিশেষ দল।
চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ই এপ্রিল চেন্নাইয়ের থিরুভান্মিয়ুর এলাকায় এক বাসিন্দার বাড়ি থেকে প্রায় ৪ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি যায়। ৯ এপ্রিল থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ এবং সন্দেহভাজন হিসেবে উঠে আসে ত্রিপুরার সিপাহীজলা জেলার চাড়িলাম থানার অন্তর্গত আরালিয়া এলাকার দুই যুবক লিটন মিয়া ও বিটন মিয়ার নাম। তারা চেন্নাইয়ে শ্রমিক হিসেবে কাজ করছিল। চেন্নাই পুলিশ তদন্তে নেমে প্রথমে লিটন ও বিটনকে গ্রেফতার করে এবং তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বিশালগড়ের স্বর্ণ ব্যবসায়ী সত্যরঞ্জন কর্মকারের নাম সামনে আসে। চুরি যাওয়া স্বর্ণালংকার গুলি অলংকার ব্যবসায়ী সত্যরঞ্জন কর্মকারের কাছে বিক্রি করা হয়েছে চেন্নাই পুলিশের কাছে স্বীকার করেছে লিটন মিয়া ও বিটন মিয়া। এদিকে স্বর্ণালংকার ব্যবসায় সত্যরঞ্জন কর্মকারকে গ্রেফতার করার প্রতিবাদে রবিবার বিশালগড় থানায় বিক্ষোভ দেখান বিশালগড়ের স্বর্ণালংকার ব্যবসায়ী।