আগরতলা, ২০ এপ্রিল, ২০২৫ঃ
সীমান্ত চুক্তিকে উপেক্ষা করে বাংলাদেশের নিজকালিকাপুর এলাকায় ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বাঁধ নির্মাণ চলছে। এ বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন ত্রিপুরা সরকারের পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব কিরন গিত্তে। ভারত-বাংলাদেশ সীমান্তে নির্মীয়মান বিতর্কিত বাঁধ ঘিরে চরম উত্তেজনা চলছে। এই বিতর্কের মধ্যে রবিবার দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া গিয়ে বিবাদিত সীমান্ত এলাকাটি পরিদর্শন করলেন রাজ্যের পূর্ত ও জলসম্পদ দপ্তরের সচিব কিরন গিত্তে। এদিন সচিব কিরণ গিত্তে বিলোনিয়া মহকুমার উত্তর বিলোনিয়া, বল্লামুখা, সুকান্ত নগর, নেতাজি সুভাষচন্দ্র নগর ও ঈশান চন্দ্র নগর এলাকা ঘুরে সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সচিব কিরন গিত্তে, সীমান্ত চুক্তিকে উপেক্ষা করে বাংলাদেশের নিজকালিকাপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বাঁধ নির্মাণের বিষয় নিশ্চিত হয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে পরে বিলুনিয়া সার্কিট হাউসে একটি প্রশাসনিক বৈঠকে সচিব জানান, গত আগস্ট মাসে দক্ষিণ জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পুনর্গঠনের কাজ কিছুটা এগিয়েছে, কিছু এলাকায় কাজ শুরু হবে। আগামী তিন মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিব কিরন গিত্তে বলেন, “বিলোনিয়াবাসীকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকার সব ধরনের সমস্যা সমাধানে সচেষ্ট এবং সকলের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।”