আগরতলা,২০ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরায় ওয়াকফ আইন বিরোধী সভা মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। এবারে পুলিশের অনুমতি ছাড়াই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রবিবার সিপাহীজলা জেলার বিশালগড় রেলস্টেশনের পাশে অনুষ্ঠিত হয়ে গেল জন অধিকার সংগ্রাম পরিষদের এক প্রতিবাদ সভা ও মিছিল। সংগঠনের ঢাকা এই প্রতিবাদ সভা ও মিছিলের জন্য প্রাথমিকভাবে কোন অনুমতি দেয়নি সিপাহীজলা পুলিশ। যদিও জন অধিকার সংগ্রাম পরিষদের প্রস্তুতি দেখেন রবিবার সকাল থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশ। বিশালগড় রেলস্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত এই সভা ও মিছিলের নিরাপত্তার জন্য কর্মী সমর্থকদের তুলনায় প্রায় দ্বিগুন পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় রবিবার। সভায় উপস্থিত ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন ত্রিপুরা মানবাধিকার সংগঠনের সভাপতি ও আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা ভানুলাল সাহা, সিপিআইএম মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, তিপ্রামথার মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম, তিপ্রামথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা এবং বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাটি একটি রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত হয় এদিন। জনসমর্থনের অভাব সভার প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিয়ে প্রশাসনের কড়া অবস্থান এবং অনুমতি না থাকা সত্ত্বেও সভা আয়োজন করায় জন অধিকার সংগ্রাম পরিষদের ভূমিকা নিয়েও শুরু হয়েছে আলোচনা।