আগরতলা, ২১ এপ্রিল, ২০২৫ঃ
ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ গত এক মাস ধরে চলছিল। তবে হঠাৎ করেই বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি’র বাধার মুখে সেই কাজ বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। গত চার-পাঁচ দিন ধরে কাজ বন্ধ থাকায় আসন্ন বর্ষায় কৈলাসহর শহর জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৈলাসহরের বিদ্যানগর, দূর্গাপুর, সোনামারা, গোবিন্দপুর, শ্মশান ঘাট, সফরকান্দি, লাটিয়াপুড়া, রাংগাউটি, মাগুরুলি সহ একাধিক এলাকায় বহুদিন ধরে বাঁধ সংস্কারের কাজ হয়নি। রাজ্য সরকারের বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে এক মাস আগে শুরু হওয়া এই কাজ কোনো বাধা ছাড়াই চলছিল। তবে শ্মশান ঘাট সংলগ্ন বাঁধ সংস্কারের সময় হঠাৎ করেই বিজিবি শ্রমিকদের ধমক দিয়ে জোর করে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। কৈলাসহরের একমাত্র শ্মশান ঘাটটি আন্তর্জাতিক সীমান্তের পাশেই অবস্থিত এবং বহু দশক ধরে এই ঘাট ব্যবহৃত হয়ে আসছে। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের মানুষজন শ্মশান ঘাটে মৃতদেহ বহনে সমস্যায় পড়েছেন। সাম্প্রতিক বৃষ্টিতে বাঁধের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
বিষয়টি স্থানীয় বিএসএফ কর্তৃপক্ষ মহকুমা প্রশাসনের দৃষ্টিগোচর করেন। কৈলাসহরের মহকুমাশাসক প্রদীপ সরকার লিখিতভাবে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রনজয় দেববর্মাকে জানান।