আগরতলা, ২১ এপ্রিল, ২০২৫ঃ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের প্রথম দিনেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। সংযুক্ত কৃষাণ মোর্চার ডাকে গোটা দেশে কৃষক সংগঠনগুলি বিক্ষোভে সামিল হয়। এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি। বিক্ষোভ শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। এই কর্মসূচিতে অংশ নিয়ে সংযুক্ত কিষান মোর্চা তথা বাম কৃষক নেতা পবিত্র কর বলেন, “মুক্ত বাণিজ্যের নামে ভারতের কৃষি ও কৃষি ব্যবস্থা আমেরিকার হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এই চুক্তি হলে তা হবে ভারতের কৃষকদের জন্য এক মরণফাঁদ।”
তিনি আরও বলেন, “এই চুক্তি হলে ভারতের অর্থনীতি অন্তত ৫০ বছর পিছিয়ে যাবে। আমেরিকার সাথে কৃষি, দুগ্ধ, ধান, গম সহ নানা কৃষিপণ্যে মুক্ত বাণিজ্যের কোনো চুক্তি হতে দেওয়া চলবে না। সরকারকে মার্কিন চাপে আত্মসমর্পণ করা চলবে না।”
পবিত্র করের মতে, এ ধরনের চুক্তি হলে ভারতের কৃষকরা আন্তর্জাতিক কর্পোরেট চক্রের দাসে পরিণত হবেন। তিনি কেন্দ্রীয় সরকারের এই নীতির কড়া সমালোচনা করে দাবি করেন, “ভারতকে অবিলম্বে এই চুক্তির আলোচনা থেকে সরে আসতে হবে।”
সংযুক্ত কৃষাণ মোর্চা ও সারা ভারত কৃষক সভা জানিয়েছে, এই ধরনের মুক্ত বাণিজ্য বিরোধী আন্দোলন আগামী দিনেও জোরদার করা হবে।