আগরতলা, ২৪ এপ্রিল, ২০২৫ঃ
ওএনজিসি কর্পোরেশনের সিএসআর তহবিলের সহায়তা পরিচালিত ওএনজিসি সুপার ৩০, কোচিং প্রকল্প থেকে ২০২৫ সালের জেইই মেইনস পরীক্ষায় ৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ হয়েছে। যার সাফল্যের হার ৮৬.৭ শতাংশ। ২০২১ সালে শুরু হওয়া এই প্রকল্পে প্রতিবছর ৩০ জন পিছিয়ে পড়া পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ১১ মাসের আবাসিক ও সম্পূর্ণ বিনামূল্যে কোচিং প্রদান করা হয়। এখন পর্যন্ত ১০০ এরও বেশি শিক্ষার্থী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বহু শিক্ষার্থী ইতিমধ্যেই আইআইটি, এনআইটি, আইআইএসইআর/নাইসার ও অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এই সাফল্য কেবল শিক্ষার্থীদের নয়, গোটা ত্রিপুরা রাজ্যের গর্বের বিষয়। ত্রিপুরারববার্ষিক ৪ লক্ষ টাকার নিচের আয়ের পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত হয়ে এই কোচিংয়ে সুযোগ পায়। ওএনজিসি সুপার ৩০ প্রকল্প শুধু আগরতলাতেই নয়, সিভাসাগর, শ্রীনগর, কাংড়া, জলগাঁও ও গোলাঘাটেও পরিচালিত হচ্ছে।
এই উদ্যোগের প্রধান প্রকল্প ব্যবস্থাপক বিশ্বজিৎ দাসগুপ্ত বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের প্রান্তিক শিক্ষার্থীদের এমন সহায়তা দেওয়া, যা তাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়।”