আগরতলা, ৩০ এপ্রিল, ২০২৫ঃ
ত্রিপুরা ইকফাই বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষাবর্ষ থেকে সাতটি নতুন পাঠ্যক্রম চালু করতে চলছে। বুধবার ত্রিপুরার ইকফাই বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রসপেক্টাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিপ্লব হালদার। উপাচার্য বিপ্লব হালদার জানান ২০২৫-২৬ সেশনের জন্য সাতটি নতুন একাডেমিক প্রোগ্রাম চালু করা হয়েছে, যার লক্ষ্য শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা এবং শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি করা। নতুন চালু হওয়া প্রোগ্রামগুলি হল,
ডেটা সায়েন্স এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এ বি.এস.সি., অর্থনীতিতে বি.এ., অর্থনীতিতে বি.এস.সি., অর্থনীতিতে এম.এ., অর্থনীতিতে এম.এস.সি., বিশেষ শিক্ষায় ইন্টিগ্রেটেড বি.এ. বি.এড. (দৃষ্টি প্রতিবন্ধী), এক্সিকিউটিভ এম.বি.এ.। উপাচার্য গর্বের সাথে উল্লেখ করেন যে ২০০৪ সালের জুনে প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি পেশাদারি শিক্ষায় ২০ বছরের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বছরের পর বছর ধরে, ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শীর্ষস্থানীয় জাতীয়
এবং বহুজাতিক সংস্থাগুলির ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে একটি শক্তিশালী ট্র্যাক রেকর্ড তৈরি করেছে।

You May Also Like

Bhavan’s Tripura Vidyamandir organizes Initiation programme for Nursery to class-2 students

Agartala, April 29: Aiming to welcome and familiarize the young learners with…

Minister Ratan Lal Nath submits complaint to Speaker against ‘Daily Desher Katha’ Newspaper

Agartala:Mar 26: “Tripura’s local newspaper ‘Daily Desher Katha’ has been accused of…

Bhavan’s Little Learners celebrate annual programme

Agartala, April 02: The Bhavan’s Little Learners, Bordowali celebrated annual programme and…

ত্রিপুরা বিধানসভায় তিনটি বিল গৃহীত

আগরতলা, ২৬ মার্চ, ২০২৫ঃবিধানসভায় বুধবার তিনটি বিল ধ্বনিভোটে গৃহীত হয়েছে৷ ‘দ্য সোসাইটিস…