আগরতলা, ২ মে,২০২৫ঃ
মানব সম্পদের উন্নয়নে শিক্ষার প্রসারে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার আগরতলার রামনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে
মুখ্যমন্ত্রী বলেন, গুণগত শিক্ষা ছাড়া মানব সম্পদের উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উপযুক্ত শিক্ষক নিয়োগেও গুরুত্ব দিচ্ছে সরকার। শান্তিপূর্ণ পরিবেশে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় একাধিক নতুন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ৪৪টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১৫৩ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে আরও ৩০টি নতুন বিদ্যালয় ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজ্যে ‘নিপুণ ত্রিপুরা’ প্রকল্প রূপায়িত হয়েছে। বর্তমানে ৮৫৪টি বিদ্যালয়ে চালু রয়েছে স্মার্ট ক্লাস। মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে ‘চিফ মিনিস্টার্স স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং’ প্রকল্পে ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০১৮-১৯ সাল থেকে ছাত্রীদের দেওয়া হয়েছে বিনামূল্যে বাইসাইকেল এবং কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হয়েছে। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সেদিন ভার্চুয়ালি হেজামারার বড়কাঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দারোগামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়, রানীরবাজারের সুকান্ত একাডেমি এবং ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন।