আগরতলা, ২ মে,২০২৫ঃ
কেন্দ্রীয় সরকারের জাতিগত জনগণনার সিদ্ধান্তকে স্বাগত জানাল প্রদেশ বিজেপি। শুক্রবার আগরতলায় বিজেপি ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তকে দেশের উন্নয়নের পক্ষে ঐতিহাসিক আখ্যা দেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ৩০ এপ্রিল জাতিগত জনগণনার ঘোষণা করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তবে এই ইস্যুকে বিরোধী ইন্ডি জোট রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ তোলেন সাংসদ। রাজীব ভট্টাচার্য কটাক্ষ করে বলেন, কংগ্রেস আমলে মনমোহন সিংয়ের সরকার জাতিগত জনগণনা করতে ব্যর্থ হয়েছিল। আর বর্তমান সরকার জনমানুষের স্বার্থে সাহসী ও বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, মেঘালয় থেকে আসাম পর্যন্ত ১৬৬ কিলোমিটার দীর্ঘ হাই স্পিড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে ব্যয় হবে ২২,৮৬৪ কোটি টাকা। এতে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে যাতায়াত আরও সহজ হবে এবং পর্যটনের প্রসার ঘটবে। তিনি বলেন, এই প্রকল্প উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং এই সিদ্ধান্ত অঞ্চলটির অর্থনৈতিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে।