আগরতলা, ৩ মে ২০২৫ঃ
ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ত্রিপুরা বিচার ব্যবস্থায় দেশের ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এই সাফল্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বিচার বিভাগের সঙ্গে যুক্ত সম্মানিত বিচারক, জুডিশিয়াল অফিসার, আদালতের কর্মী ও বারের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, বিচার প্রক্রিয়া, পুলিশ, কারা বিভাগ ও আইনি সহায়তা—এই চারটি বিষয়কে ভিত্তি করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স এবং কমনওয়েলথ হিউম্যান রাইটস-এর সহায়তায় ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট প্রকাশিত হয়।
তিনি আরও বলেন, রাজ্যের বিচার ব্যবস্থার এই শীর্ষস্থান জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এই অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।