আগরতলা, ৪ মে, ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ও বাণিজ্য ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে রবিবার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করল পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটি আগরতলা থেকে সরাসরি ভারতের বিভিন্ন প্রধান বাণিজ্যিক কেন্দ্র, কলকাতা, গুয়াহাটি, দিল্লির সঙ্গে পণ্য পরিবহনের কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে। ফলে স্বল্প খরচে এবং কম সময়ে কৃষিজ পণ্য, হস্তশিল্পজাত সামগ্রী, ই-কমার্স পণ্য ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়িক সামগ্রী দেশের অন্য প্রান্তে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভারতীয় রেলের এই উদ্যোগ ‘গতি শক্তি’ মিশনের অন্তর্ভুক্ত, যার লক্ষ্য হলো দেশব্যাপী পণ্য পরিবহনের গতি ও দক্ষতা বৃদ্ধি করা এবং উত্তর-পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করা। এই ট্রেন লজিস্টিক হাব তৈরিতে সহায়ক হবে এবং রাজ্যের রপ্তানি সম্ভাবনাকেও নতুন মাত্রা দেবে। এতে স্থানীয় কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা লাভবান হবেন বলে প্রশাসন মনে করছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই ট্রেনের রুট ও ফ্রিকোয়েন্সি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যদি চাহিদা বৃদ্ধি পায়। এই ট্রেন চালুর ফলে বিশেষ করে রাজ্যের আনাজ, ফলমূল, বাঁশজাত পণ্য, কুটির শিল্প সামগ্রী, যা এতদিন যথাযথ বাজারে পৌঁছাতে ব্যর্থ হতো, এখন তা বৃহৎ বাজারে পৌঁছে রাজ্যের উৎপাদকদের অধিক মুনাফা এনে দেবে বলে আশা করা হচ্ছে।