আগরতলা, ৪ মে, ২০২৫ঃ
২০২৭ সালের মার্চের মধ্যে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনা’-র আওতায় রাজ্যে ৫০ হাজার গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা বিদ্যুৎ নিগম। রবিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ জানান, ১০ কিলোওয়াট পর্যন্ত গৃহস্থালি সৌর বিদ্যুৎ প্রকল্পে ভর্তুকির সুবিধা থাকছে এবং ইতিমধ্যে ১৮৪ জন গ্রাহক এই সুবিধা পেয়েছেন।
তিনি জানান, গ্রাহকদের বাড়িতে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ২ টাকা ৬৫ পয়সা দরে কিনছে রাজ্য বিদ্যুৎ নিগম। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ থেকে সরে এসে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকে অগ্রসর হচ্ছে সরকার। তাই রাজ্যে নতুন গ্যাস প্লান্ট আর স্থাপন করা হবে না বলেও জানান তিনি।
তবে রাজ্যের প্রায় ৬০ শতাংশ গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেন না—এই তথ্য জানিয়ে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। বিল প্রদানকারী গ্রাহকদের তিনি রাজ্যের উন্নয়নের অংশীদার হিসেবে ধন্যবাদ জানান এবং জানান, বন্ধ মহারানী হাইড্রোলিক প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে সর্বোচ্চ চাহিদা ৩৭০ মেগাওয়াট, যার বিপরীতে ৩৭২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে।