আগরতলা, ৫ মে, ২০২৫ঃ
রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষার পাঠ্যবই ও প্রশ্নপত্র চালুর দাবিতে সোমবার ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের করে আদিবাসী কংগ্রেসের নেতা-কর্মীরা শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার কাছে সংগঠনের এই দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা করে। আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া জানান, ভাষা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাংলা ও দেবনাগরী লিপিতে ককবরক বই প্রকাশের পরিকল্পনা করা হয়েছে, যা তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, রাজ্যের একটি বড় অংশের ককবরক ভাষাভাষী মানুষ কেবলমাত্র রোমান লিপিতে পড়তে ও লিখতে স্বচ্ছন্দ বোধ করেন। তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে রোমান স্ক্রিপ্টে পাঠ্যবই ও প্রশ্নপত্র মুদ্রণের দাবিতে এই আন্দোলন চলছে। রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে এর আগে তিপ্রা মথা দলের ছাত্র সংগঠনও আন্দোলনে শামিল হয়েছে। এবার আদিবাসী কংগ্রেসও তাদের অবস্থান স্পষ্ট করে রাস্তায় নামল, যা এই দাবিকে আরও জোরদার করল।