আগরতলা, ৫ মে, ২০২৫ঃ
খোয়াই থেকে উদ্ধার হল মোহনপুরের সিমনা গ্রাম পঞ্চায়েতের এক দম্পতির বিক্রি করে দেওয়া সদ্যোজাত কন্যাসন্তান। শিশু সুরক্ষা কমিশন ও চাইল্ড লাইন কর্তৃপক্ষ রবিবার রাতেই খোয়াই জেলার এক দম্পতির বাড়ি থেকে ওই শিশু কন্যাকে উদ্ধার করে নিয়ে আসে।
শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান, শিশুটিকে এখন আগরতলার নরসিংগড় এলাকার সরকারি শিশু রক্ষণাগার ‘আমার ঘর’-এ রাখা হয়েছে এবং সে সুস্থ রয়েছে। তার দাবি, শিশুটি বিক্রি করার অভিযোগ ভিত্তিহীন।
জানা যায়, ৩০ এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষীরানী সরকার তাদের চতুর্থ সন্তানের জন্ম দেন। এরপরই অভিযোগ ওঠে, দারিদ্র্যের কারণে নবজাতক কন্যাকে খোয়াইয়ের এক দম্পতির হাতে বিক্রি করে দেন ওই দম্পতি।
চাইল্ড লাইন শিশুটিকে উদ্ধারের পর ফের মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা শিশুটিকে নিতে অস্বীকৃতি জানান। ফলে সোমবার সকালে শিশুটিকে ‘আমার ঘর’-এ স্থানান্তর করা হয়। শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।