আগরতলা, ৫ মে, ২০২৫ঃ
মহারাষ্ট্রের পুণেতে ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত জুনিয়র ও সিনিয়র ন্যাশনাল জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা রাজ্য থেকে অংশ নেন দুই প্রতিযোগী – শ্রীপর্ণা দেবনাথ ও জুয়েল আচার্যী। জুনিয়র বিভাগে ৯৬ জন প্রতিযোগিনীর মধ্যে শ্রীপর্ণা প্রথম স্থান অধিকার করেন এবং একাই চারটি স্বর্ণপদক জয় করে রাজ্যের ক্রীড়াঙ্গনে গর্বের নতুন ইতিহাস সৃষ্টি করেন। দীপা কর্মকারের পর এই প্রথম একজন ত্রিপুরাবাসী জিমন্যাস্ট একসঙ্গে চারটি সোনা জয় করলেন।
এই সাফল্যের জন্য আজ আগরতলার এনএসআরসিসি হলে শ্রীপর্ণাকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজ সরকারি বাসভবনে তাঁকে সংবর্ধনা জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা বার্তা দেন।
মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, “আমাদের মেয়েরা জাতীয় স্তরে উজ্জ্বলভাবে নিজেদের তুলে ধরছে। ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রে আরেকটি গৌরবের পালক যুক্ত হলো — মিস শ্রীপর্ণা দেবনাথ তিনটি স্বর্ণপদক অর্জন করেছেন।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপর্ণার কোচ, দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিষ্ণেশ্বর নন্দী ও অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার।