আগরতলা, ৯ মে ২০২৫ঃ
ত্রিপুরা রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের ইসলাম ও কোরানবিরোধী মন্তব্য ঘিরে রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু মহলে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্মনগরের উত্তরাঞ্চলীয় কেন্দ্রীয় পরগনা কমিটি ও আঞ্চলিক যৌথ পরগনা কমিটির পক্ষ থেকেকবার প্রেমতলা বাজারে এক সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ সভায় ধর্মনগর তরাঞ্চলীয় পরগনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী। তারা সুধাংশু দাসের সাম্প্রতিক বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ধর্মবিদ্বেষমূলক বলে আখ্যা দেন।
সংগঠনগুলোর অভিযোগ, পেহেলগাঁম সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে মন্ত্রী তার বিধানসভা এলাকায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কোরানে অমুসলিমদের দেখলেই হত্যা করতে বলা হয়েছে” এবং “কাফেরদের গালি দেওয়ার কথা উল্লেখ রয়েছে”—যা ইসলামের প্রকৃত বাণীর পুরোপুরি বিরোধী। বক্তারা বলেন, ইসলামে শান্তি, সহনশীলতা ও মানবতাকেই মুখ্য ধরা হয়েছে। কোনো সম্প্রদায় বা জাতির প্রতি বিদ্বেষ ছড়ানো ইসলাম সমর্থন করে না।
এই প্রসঙ্গে ধর্মীয় নেতারা বলেন, ইসলামের ইতিহাসে বিশেষ কিছু ঘটনাক্রম বা চুক্তির প্রেক্ষিতে কঠোর অবস্থানের কথা থাকলেও, তা ছিল নির্দিষ্ট পরিস্থিতি ও নির্দিষ্ট গোষ্ঠীর জন্য—সেটিকে সবার জন্য প্রযোজ্য করে ভুল ব্যাখ্যা দেওয়া বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। একইসঙ্গে তারা মন্ত্রীকে অবিলম্বে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয়ে দৃষ্টিপাতের আবেদন জানান।