আগরতলা, ৯ মে ২০২৫:
ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ২০২৪–২৫ অর্থবছরে ১৩.৬০ শতাংশ ব্যবসা বৃদ্ধি করেছে। ব্যবসায় অভূতপূর্ব আর্থিক সাফল্য অর্জন করেছে। ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান, চলতি অর্থবছরে ব্যাংকের মোট ব্যবসায়িক পরিমাণ ১৩.৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪,০৮৫.১৪ কোটি হয়েছে। ২০২৩ ২৪ অর্থবছরে ব্যাংকের ব্যবসার পরিমাণ ছিল ১২,৩৯৮.৫৫ কোটি থেকে ১,৬৮৬.৫৯ কোটি বেশি।
ব্যাংকের মালিকানা নিয়ে সিং বলেন, “ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালের ২১ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি ভারত সরকার (৫০%), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (৩৫%) এবং ত্রিপুরা সরকার (১৫%) যৌথভাবে পরিচালনা করে।” বর্তমানে ব্যাংকটির প্রধান কার্যালয় আগরতলায় অবস্থিত এবং রাজ্যের আটটি জেলাজুড়ে ১৫০টি শাখা, ১২টি অতিক্ষুদ্র শাখা এবং ৩টি আঞ্চলিক কার্যালয় নিয়ে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
ব্যাংকের আমানতের প্রসঙ্গে জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা জানান, “২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত যেখানে আমানতের পরিমাণ ছিল ৮,৮০০.৮১ কোটি, ২০২৫ সালের ৩১ মার্চ তা বেড়ে ১০,০৬৬ কোটি হয়েছে। যা ১৪.৩৮ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।”
তবে ক্রেডিট-ডিপোজিট অনুপাত সামান্য কমেছে বলে জানান সাহা। “গত অর্থবছরের শেষে অনুপাত ছিল ৪০.৮৮ শতাংশ, যা বর্তমানে ৩৯.৯৩ শতাংশতে দাঁড়িয়েছে।”
চেয়ারম্যান সত্যেন্দ্র সিং আরও জানান, আগামী দিনে রাজ্যের গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও সুষম প্রবৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেবে।