আগরতলা, ১১ মে ২০২৫;
সামাজিক মাধ্যমে দেশবিরোধী ও পাকিস্তানের পক্ষে মন্তব্য করে চাঞ্চল্য ছড়াল ত্রিপুরার ঊনকোটি জেলায়। ঘটনার মূল কেন্দ্রে রয়েছেন কৈলাসহরের নুরপুর গ্রামের বাসিন্দা ও কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান আছাদ মিঞা। অভিযোগ, তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারতের সমালোচনা করে এবং পাকিস্তানের প্রশংসা করে বেশ কয়েকটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে পোস্টগুলো ভাইরাল হলে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
দেশপ্রেমী নাগরিকদের আবেগে আঘাত দেওয়া এই ঘটনায় শুক্রবার কৈলাসহর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হিন্দু ঐক্য মঞ্চের প্রতিনিধিরা। একইসঙ্গে পশ্চিম আগরতলা থানাতেও মামলা করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিলকমল সাহা। প্রতিবাদের মুখে অভিযুক্ত পোস্টগুলো ডিলিট করলেও ক্ষোভ থামেনি জনমনে।
হিন্দু ঐক্য মঞ্চের এক প্রতিনিধি নয়ন পাল সংবাদমাধ্যমকে জানান, “এই ধরনের মন্তব্য দেশের সেনাবাহিনীর মনোবল দুর্বল করে এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এর সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি দিতে হবে।”
কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, অভিযুক্ত আসাদ মিয়াকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং পুলিশ প্রযুক্তির মাধ্যমে বিষয়টির ওপর কড়া নজর রাখছে।