আগরতলা, ১৩ মে, ২০২৫ঃ
রাজ্য মন্ত্রিসভার অনুমোদনপ্রাপ্ত আরও ৯১৬টি কনস্টেবল শূন্যপদ রয়েছে, যার নিয়োগ শীঘ্রই সম্পন্ন করা হবে। এছাড়া রাজ্যবাসীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আরও ২১৮ জন সাব-ইন্সপেক্টর এবং প্রয়োজন অনুসারে সঠিক সময়ে ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ নিয়ে এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কনস্টেবলের ৯৭৫ টি পদে প্রার্থীদের নিয়োগ পত্র বিলি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিলেন মঙ্গলবার। রাজ্যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ৯৭৫ জন প্রার্থীকে নিয়োগপত্র বিলি করা হলো মঙ্গলবার। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই নিয়োগপত্র বিডি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে থানায় ন্যায় পাওয়ার ভরসা ছিল না, সেই অবস্থা আজ বদলেছে। মুখ্যমন্ত্রীর ভাষণে এদিন পাকিস্তান প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, দেশের সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্ধৃতি দিয়ে বলেন, “প্রয়োজনে প্রতিবাদ, প্রতিরোধ ও প্রতিশোধের মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।”