আগরতলা, ১৫ মে, ২০২৫ঃ
সর্বদলীয় সিদ্ধান্ত ব্যতীত পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত স্থগিতের তীব্র বিরোধিতা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্র সরকারের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন তোলেন।
তাঁদের অভিযোগ, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ছাব্বিশজন ভারতীয় পর্যটকের মৃত্যুর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
৬ মে ভারতীয় সেনা ২৩ মিনিটের এক অভিযানে পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে শতাধিক জঙ্গিকে নিকেশ করলেও, ১০ মে সন্ধ্যা থেকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব।
সুদীপ রায় বর্মন প্রশ্ন তোলেন, সরকার আগাম খবর থাকা সত্ত্বেও কিভাবে হামলা ঠেকাতে ব্যর্থ হল? সেই সঙ্গে চীন কর্তৃক অরুণাচল প্রদেশের ২২-২৩টি স্থানের নাম পরিবর্তনের ঘটনাতেও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি কেন্দ্রের বিদেশ ও কূটনীতিকে পুরোপুরি ব্যর্থ উল্লেখ করে প্রধানমন্ত্রীকে “ভীতু কাপুরুষ” বলেও আক্রমণ করেন। সবশেষে, প্রদেশ কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেসের আহ্বান অনুযায়ী অবিলম্বে সংসদ ডাকার দাবি জানিয়েছে।